মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ২৯১
শুধু ক্ষমতা প্রদান করার কারণে নারীর তালাক কার্যকর হবে না।
হাদীস নং ২৯১

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) আমাকে (তালাক নেয়ার) ক্ষমতা প্রদান করেন। কিন্তু আমি তাকেই গ্রহণ করি (অর্থাৎ এতে তালাক হয়নি)। এ পদ্ধতি তালাকের মধ্যে গণ্য হয়নি।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا «خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاخْتَرْنَاهُ، فَلَمْ يَعُدَّ ذَلِكَ طَلَاقًا»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, যদি স্বামী তার স্ত্রীকে তালাক নেয়ার জন্য ক্ষমতা প্রদান করে এবং স্ত্রী নিজেকে তালাক প্রদান করে, তাহলে তালাক কার্যকর হবে। আর যদি তালাকের পরিবর্তে স্বামীকে পসন্দ করে, তাহলে কিছুই হবে না। স্বামীর পক্ষ থেকে শুধু এরূপ ক্ষমতা পাওয়া তালাকের বিধানের মধ্যে গণ্য হয় না।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৯১ | মুসলিম বাংলা