মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৩৩
মুহরিম ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার
হাদীস নং-২৩৩
হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) হযরত আয়েশা (রাযিঃ)-এর উমরা ভঙ্গ করার কারণে গাভী যবেহ করেন।
হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) হযরত আয়েশা (রাযিঃ)-এর উমরা ভঙ্গ করার কারণে গাভী যবেহ করেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ رَجُلٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَبَحَ لِرَفْضَتِهَا الْعُمْرَةَ بَقَرَةً»
হাদীসের ব্যাখ্যা:
উমরা ভঙ্গ করার কারণে দম (دم) হিসেবে গাভী যবেহ করেন।
