মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৩২
মুহরিম ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার
হাদীস নং-২৩২
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি হজ্জে তামাত্তু'র নিয়্যত করেন। এবং (তালবীয়া ও ইহরামের পর) ঋতুবতী হয়ে পড়েন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে উমরা ভঙ্গ করার নির্দেশ প্রদান করেন। এরপর হজ্জের সময় তিনি নতুন করে (হযরত আয়িশা) ইহরাম বাঁধেন। অতঃপর যখন তিনি হজ্জ থেকে অবসর হন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দেন যেন তিনি তাঁর ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর (রাযিঃ)-এর সাথে তানঈম গিয়ে ইহরাম বেঁধে আসেন এবং উমরা আদায় করেন।
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি হজ্জে তামাত্তু'র নিয়্যত করেন। এবং (তালবীয়া ও ইহরামের পর) ঋতুবতী হয়ে পড়েন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে উমরা ভঙ্গ করার নির্দেশ প্রদান করেন। এরপর হজ্জের সময় তিনি নতুন করে (হযরত আয়িশা) ইহরাম বাঁধেন। অতঃপর যখন তিনি হজ্জ থেকে অবসর হন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দেন যেন তিনি তাঁর ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর (রাযিঃ)-এর সাথে তানঈম গিয়ে ইহরাম বেঁধে আসেন এবং উমরা আদায় করেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهَا قَدِمَتْ مُتَمَتِّعَةً، وَهِيَ حَائِضٌ، فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَرَفَضَتْ عُمْرَتَهَا، وَاسْتَأْنَفَتِ الْحَجَّ، حَتَّى إِذَا فَرَغَتْ مِنْ حَجِّهَا، أَمَرَهَا أَنْ تَصْدُرَ إِلَى التَّنْعِيمِ مَعَ أَخِيهَا عَبْدِ الرَّحْمَنِ»
হাদীসের ব্যাখ্যা:
তানঈম মক্কা থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। সেখান থেকে উমরার নিয়্যত করে ইহরাম বাধতে হয় এবং তাওয়াফ ও সাঈ করার পর হালাল হয়ে যেতে হয়। মহিলাদের জন্য হলকের বিধান নেই।
