মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৩০
মুহরিম ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার
হাদীস নং- ২৩০

অনুবাদঃ হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি তামাত্তুর নিয়্যত করে (কাবা ঘরে) আগমণ করেন, এ সময় তিনি ঋতুবতী হয়ে পড়েন। তখন নবী (ﷺ) তাঁকে উমরা ভঙ্গ করার নির্দেশ প্রদান করেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ رَجُلٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهَا قَدِمَتْ، وَهِيَ مُتَمَتِّعَةٌ، وَهِيَ حَائِضٌ، «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَفَضَتْ عُمْرَتَهَا»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) তাওয়াফের পূর্বে ঋতুবতী হয়ে পড়েন। তখন হুযূর (সা) তাঁকে উমরা ভঙ্গ করার নির্দেশ দেন এবং পরে হযরত আবদুর রহমান ইবনে আবু বকর (রা)-এর সাথে উমরার কাযা ও দম আদায়ের ব্যবস্থা করেন।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৩০ | মুসলিম বাংলা