মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২২২
জোরে লাব্বাইক বলা এবং কুরবানীর নাম হজ্জ
হাদীস নং-২২২

অনুবাদঃ হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : উত্তম হজ্জ হলো عج এবং ثج; তালবীয়া (লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইক)-কে উচ্চস্বরে বলা হয় عج এবং পশু কুরবানী করে রক্ত প্রবাহিত করাকে বলা হয় ثج
অন্য এক রিওয়ায়েতে আছে, ثج পশু কুরবানী অর্থাৎ যবেহ করাকে বলা হয়।
باب الحج العج والثج
عَنْ قَيْسٍ، عَنْ طَارِقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَفْضَلُ الْحَجِّ الْعَجُّ وَالثَّجُّ، فَأَمَّا الْعَجُّ: فَالْعَجُجُ، وَأَمَّا الثَّجُّ: فَثَجُّ الْبُدْنِ "، قَالَ بَعْضُهُمْ: فَثَجُّ الدَّمِ.
وَفِي رِوَايَةٍ أُخْرَى: فَأَمَّا الثَّجُّ: فَنَحْرُ الْهَدْيِ

হাদীসের ব্যাখ্যা:

ব্যাখ্যাঃ ফযীলতের দিক দিয়ে হজ্জের আমলসমূহের মধ্যে তালবীয়া পাঠ এবং কুরবানী করা অত্যন্ত মর্যাদাপূর্ণ। কেননা তালবীয়ার মধ্যে হজ্জ পালনকারী আল্লাহর দরবারে অত্যন্ত বিনয়, আদব ও আবেগময় কথার দ্বারা স্বীয় উপস্থিতির কথা প্রকাশ করে থাকে যা আল্লাহ রাব্বুল আলামীন খুব পসন্দ করেন। কুরবানীর মাধ্যমে হজ্জ পালনকারী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন উৎসর্গ করে থাকে যা আল্লাহর দরবারে কবূল ও মনযূর হয়ে থাকে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২২২ | মুসলিম বাংলা