মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২২১
হজ্জ আদায়কারীর মাগফিরাত
হাদীস -২২১

অনুবাদ ঃ হযরত আলকামা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, হজ্জ পালনকারীকে ক্ষমা করা হয় এবং হজ্জ পালনকারী যার জন্য ক্ষমা প্রার্থনা করে, তাকেও ক্ষমা করা হয় যতক্ষণ পর্যন্ত মুহাররম (محرم) মাস থাকে।
باب مغفرة الحاج
عَنْ عَلْقَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْحَاجُّ مَغْفُورٌ لَهُ، وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ إِلَى انْسِلَاخِ الْمُحْرِمِ»

হাদীসের ব্যাখ্যা:

ব্যাখ্যা ঃ ইবনে মাজাহ শরীফে হযরত আবু হুরায়রা (রা) থেকে মরফূ' রিওয়ায়েতে বর্ণিত আছে, হজ্জ ও উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি, যদি তিনি দু'আ করেন তবে তা কবুল হয়ে থাকে। যদি ক্ষমা প্রার্থনা করেন তবে তাকে ক্ষমা করা হয়। ইমাম আহমদ হযরত ইবনে উমর (রা) থেকে মরফু' রিওয়ায়েত করেন যে, “যখন তোমরা হাজীদের সাথে সাক্ষাত কর তখন তাদেরকে সালাম কর, মুসাফাহা কর এবং তাদের নিকট এই অনুরোধ কর যে, তারা বাড়ি আসার পূর্বে যেন তোমাদের জন্য মাগফিরাত ও ক্ষমার জন্য দু’আ করে। কেননা তাদেরকে ক্ষমা করা হয়েছে।"
tahqiqতাহকীক:তাহকীক চলমান