মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৬. রোযার অধ্যায়
হাদীস নং: ২১৩
রোযা অবস্থায় চুমো দেওয়া
২১৩। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রোযা অবস্থায় স্বীয়
স্ত্রীদের চুমো দিতেন।
স্ত্রীদের চুমো দিতেন।
عَنْ زِيَادٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ، وَهُوَ صَائِمٌ»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসেও একই বিষয় বর্ণিত হয়েছে।
