মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৬. রোযার অধ্যায়

হাদীস নং: ২১২
রোযা অবস্থায় চুমো দেওয়া
২১২। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় আমাদের চেহারা থেকে দূরে থাকতেন না। অর্থাৎ এ অবস্থায়ও চুমো দিতেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصِيبُ مِنْ وَجْهِهَا، وَهُوَ صَائِمٌ، يَعْنِي: الْقُبْلَةَ

হাদীসের ব্যাখ্যা:

তাহাবী শরীফে বর্ণিত আছে, আঁ হযরত (সা) রোযা অবস্থায় আমাদের চেহারা ও মুখমন্ডল থেকে দূরে থাকতেন না।