মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৬. রোযার অধ্যায়

হাদীস নং: ২০৯
অপবিত্র অবস্থায় রোযা পালনকারীর ভোর হওয়া
২০৯। হযরত আয়েশা (রাযিঃ) বলেনঃ স্বপ্নদোষ ছাড়া (স্ত্রী সঙ্গমের কারণে) অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর ভোর হয়ে যেত। অতঃপর তিনি রোযা পূর্ণ করতেন।
عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «يُصْبِحُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ، ثُمَّ يُتِمُّ صَوْمَهُ»

হাদীসের ব্যাখ্যা:

এখানে একটি মাসয়ালা হলো এই যে, যদি অপবিত্র অবস্থায় রোযা পালনকারীর ভোর হয়ে যায়, তাহলে রোযা শুদ্ধ হবে কিনা ? উপরোক্ত হাদীসের দ্বারা এটা প্রমাণিত হয় যে, এ অবস্থায় রোযা সহীহ ও শুদ্ধ হবে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২০৯ | মুসলিম বাংলা