মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৬. রোযার অধ্যায়

হাদীস নং: ২০২
রোযার ফযীলত
২০২। হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোন মুমিন ব্যক্তি সারাদিন অভুক্ত থাকে এবং হারাম কাজ (যেমন গীবত ইত্যাদি) থেকে মুক্ত থাকে, অবৈধভাবে কোন মুসলমানের মাল না খায়, তাহলে আল্লাহ তা'আলা তাকে বেহেশতের ফল থেকে আহার করাবেন।
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُؤْمِنٍ جَاعَ يَوْمًا، فَاجْتَنَبَ الْمَحَارِمَ، وَلَمْ يَأْكُلْ مَالَ الْمُسْلِمِينَ بَاطِلًا، إِلَّا أَطْعَمَهُ اللَّهُ تَعَالَى مِنْ ثِمَارِ الْجَنَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (সা) এই হাদীসে যদি অভুক্ত বা ক্ষুধার্ত থাকা সাধারণভাবে বুঝায়, এটা রোযার অবস্থায় হোক অথবা অন্য কোন কারণে, তবুও এতে রোয়ার ফযীলত লাভ করবে। রোযা ব্যতীত অভুক্ত থাকার কারণে একজন মুমিন বান্দার প্রতি আল্লাহর এরূপ করুণা হয় যে, এরজন্য আল্লাহ তাকে বেহেশতের ফল দ্বারা তৃপ্তি দান করবেন। রোযা অবস্থায় অভুক্ত থাকা একটি দৈহিক ও উত্তম ইবাদত । সুতরাং এর প্রতিদানে আল্লাহ অনেক বেশী উন্নত পুরস্কার পান করবেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২০২ | মুসলিম বাংলা