মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৯০
জানাযার বর্ণনা
১৯০। অনেক বিশ্বস্ত বর্ণনাকারী থেকে বর্ণিত আছে, হযরত উমর ইবনে খাত্তাব (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর অনেক সাহাবা (রাযিঃ)-কে একত্র করলেন এবং জানাযার তাকবীর সম্পর্কে তাঁদেরকে জিজ্ঞাসা করে বলেনঃ তোমরা নবী (ﷺ)-এর ঐ শেষ নামাযকে স্মরণ কর যাতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ঐ নামাযে তিনি কয়টি তাকবীর বলেছিলেন? সুতরাং সাহাবায়ে কিরাম চিন্তা করে বললেন, তিনি ইনতিকালের পূর্ব পর্যন্ত চার তাকবীর বলেছেন। তখন হযরত উমর (রাযিঃ) জানাযার নামাযে চার তাকবীর বলার জন্য নির্দেশ দান করেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَن غَيْرِ وَاحِدٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ جَمَعَ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُمْ عَنِ التَّكْبِيرِ، فَقَالَ لَهُمْ: انْظُرُوا آخِرَ جَنَازَةٍ كَبَّرَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدُوهُ قَدْ كَبَّرَ أَرْبَعًا حَتَّى قُبِضَ، قَالَ عُمَرُ: «فَكَبَّرُوا أَرْبَعًا»

হাদীসের ব্যাখ্যা:

চার ইমাম এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন যে, জানাযার নামাযে চার তাকবীর সঠিক। কেননা অধিকাংশ সাহাবায়ে কিরামের এ বিষয়ে ঐকমত্য রয়েছে। হাকেম মুসতাদরাক নামক গ্রন্থে ও আবু নুয়াইম হিলয়া নামক গ্রন্থে হযরত ইবনে আব্বাস (রা) থেকে হাদীস বর্ণনা করেন যে, ফিরিশতাগণ হযরত আদম আলাইহিস সালামের উপর নামায পড়ার সময় চার তাকবীর বলেছেন এবং বলেছেন: হে বনী আদম! তোমাদের জন্য এটাই সুন্নত। জানাযার তাকবীরের ক্ষেত্রে হুযুর (সা)-এর সর্বশেষ আমল কয়েকটি ছিল। এই ব্যাপারে প্রশ্ন উত্থাপনের কারণ ছিল নয় তাকবীর এবং এই যে, তিনি বায়য়াতে রিদওয়ান ও বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের জানাযায় যারা শুধু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের জানাযায় সাত তাকবীর বলেছিলেন। এছাড়া তিনি সকল জানাযায় চার তাকবীর বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৯০ | মুসলিম বাংলা