মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৮৯
জানাযার বর্ণনা
১৮৯। হযরত আবী আতিয়্যা ইবনে ওয়াদদাঈ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) একটি জানাযার সঙ্গী ছিলেন, তিনি জানাযার পিছনে একজন মহিলাকে আগমণ করতে দেখলেন। এরপর তিনি ঐ মহিলাকে জানাযার দল থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, অতঃপর ঐ মহিলা দৃষ্টির আড়ালে না যাওয়া পর্যন্ত তিনি (জানাযার) তাকবীর বলেন নি।
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي عَطِيَّةَ الْوَادِعِيِّ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي جَنَازَةٍ، فَرَأَى امْرَأَةً فَأَمَرَ بِهَا فَطُرِدَتْ، فَلَمْ يُكَبِّرْ حَتَّى لَمْ يَرَهَا»

হাদীসের ব্যাখ্যা:

সুনানে বায়হাকী নামক হাদীস গ্রন্থে হযরত ইবনে উমর (রা) থেকে মরফূ' রিওয়ায়েতে বর্ণিত আছে, জানাযার পিছনে পিছনে গমন করার মধ্যে মহিলাদের জন্য কোন সওয়াব নেই। তিবরানী হযরত ইবনে আব্বাস (রা) থেকে মরফূ' হাদীস বর্ণনা করেন, যে মহিলাদের জন্য জানাযার মধ্যে কোন অংশ নেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৮৯ | মুসলিম বাংলা