মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১৮৪
জানাযার বর্ণনা
১৮৪। হযরত বুরায়দা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যদি কারো তিনটি (প্রাপ্ত বয়স্ক) শিশু সন্তান ইনতিকাল করে, তবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। হযরত উমর (রাযিঃ) বলেন : যদি দু’জন হয় ? তখন হুযূর (ﷺ) বলেনঃ (হ্যা) দু'জন হলেও।
عَنْ عَلْقَمَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ مَيِّتٍ يَمُوتُ لَهُ ثَلَاثٌ مِنَ الْوَلَدِ، إِلَّا أَدْخَلَهُ اللَّهُ تَعَالَى الْجَنَّةَ، فَقَالَ عُمَرُ: أَوِ اثْنَانِ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوِ اثْنَانِ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস বিভিন্ন বাক্যের মাধ্যমে সহীহ হাদীসসমূহে বর্ণিত আছে । মুসলিম ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে, যে মুসলমান ব্যক্তির তিনটি শিশু সন্তান মৃত্যুবরণ করে, তা হলে তারা তাকে বেহেশতের দরওয়াযায় ইসতিকবাল বা স্বাগত জানাবে। বেহেশতের আটটি দরওয়াযার মধ্যে ইচ্ছা অনুযায়ী যে কোন দরওয়াযা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কোন কোন হাদীসে বর্ণিত আছে, দোযখের আগুন তাকে নামেমাত্র স্পর্শ করতে পারবে। কোন কোন হাদীসে আছে, ঐ সমস্ত শিশু তার জন্য শক্ত প্রাচীরের (দোযখ থেকে রক্ষার জন্য) মত হয়ে যাবে।


বর্ণনাকারী: