মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৭৭
ফজরের সুন্নত
১৭৭। হযরত জাবির ইবনে সামুরা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফজর নামায আদায় করার পর সূর্য উদিত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত স্বীয় জায়গা থেকে প্রস্থান করতেন না।
عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الصُّبْحَ، لَمْ يَبْرَحْ عَنْ مَكَانِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَتَبْيَضَّ»

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ সময় হুযুর (সা) কিবলার দিকে হয়ে বসতেন না; বরং ডানে বামে অথবা কিবলার দিকে পিঠ দিয়ে মুসল্লীদের দিকে মুখ করে বসতেন। হুযূর (সা) থেকে এরপ বর্ণিত আছে। কারো কারো মতে নামাযের পর কিবলার দিকে ফিরিয়ে থাকা মাকরূহ। আবূ দাউদ সিমাক (রা) থেকে, তিনি হযরত জাবির (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: রাসূলুল্লাহ্ (সা) ফজর নামায আদায় করার পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মুসল্লা থেকে উঠতেন না। সূর্য উদয় হওয়ার পর তিনি ইশরাক নামায আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৭৭ | মুসলিম বাংলা