মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১৭৮
যে ব্যক্তি মসজিদে ইশার পর চার রাকাআত নামায আদায় করে
১৭৮। হযরত ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইশার নামাযের পর মসজিদ থেকে বের হওয়ার পূর্বে চার রাকাআত (নফল) আদায় করে, তার এই নামায শবে কদরের একই সমান রাকাআতের সমপরিমাণ হবে (অর্থাৎ তিনি যেন শবে কদরে চার রাকাআত নফল আদায় করলেন)।
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى بَعْدَ الْعِشَاءِ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَسْجِدِ عَدَلْنَ مِثْلَهُنَّ مِنْ لَيْلَةِ الْقَدْرِ»
হাদীসের ব্যাখ্যা:
নফল নামাযের অধিক ফযীলত ও বরকত সম্পর্কে আরো অনেক হাদীস বর্ণিত রয়েছে। এই হাদীসে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ইশার নামাযের পর চার রাকাআত নফল আদায় করবে, সে যেন শবে কদরে এই নামায আদায় করল। অর্থাৎ কদরের বরকতময় রাত্রে নামায পড়লে যে সওয়াব পাওয়া যায়, এই চার রাকাআতে ঐ সওয়াব অর্জিত হবে। হযরত সাঈদ ইবনে মানসুর (র) স্বীয় মুসনাদে এই হাদীসের সাথে আরো একটু সংযোজন করে বলেন যে, ইশার পূর্বে চার রাকাআত নফল আদায় করার ফযীলত তাহাজ্জুদের নামাযের সমান ।
