মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১৬৬
সূর্যগ্রহণের নামায
১৬৬। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পুত্র হযরত
ইবরাহীমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়। তখন তিনি দাঁড়িয়ে খুতবা প্রদান করে বলেনঃ সূর্য ও চন্দ্র আল্লাহর চিহ্নসমূহের মধ্যে একটি চিহ্ন। এতে কারো মৃত্যু বা কারো জন্মের কারণে গ্রহণ লাগে না। সুতরাং যখন তোমরা এতে গ্রহণ লাগতে দেখ, তখন নামায পড়, আল্লাহর হাম্দ বর্ণনা কর,
তাকবীর বল, তাসবীহ পড়, যার ফলে গ্রহণ দূরীভূত হয়ে যাবে। অতঃপর তিনি মিম্বর থেকে অবতরণ করেন এবং দু'রাকাআত (কুসুফের নামায) আদায় করেন।
ইবরাহীমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়। তখন তিনি দাঁড়িয়ে খুতবা প্রদান করে বলেনঃ সূর্য ও চন্দ্র আল্লাহর চিহ্নসমূহের মধ্যে একটি চিহ্ন। এতে কারো মৃত্যু বা কারো জন্মের কারণে গ্রহণ লাগে না। সুতরাং যখন তোমরা এতে গ্রহণ লাগতে দেখ, তখন নামায পড়, আল্লাহর হাম্দ বর্ণনা কর,
তাকবীর বল, তাসবীহ পড়, যার ফলে গ্রহণ দূরীভূত হয়ে যাবে। অতঃপর তিনি মিম্বর থেকে অবতরণ করেন এবং দু'রাকাআত (কুসুফের নামায) আদায় করেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ بْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَطَبَ فَقَالَ: " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا، وَاحْمَدُوا اللَّهِ وَكَبِّرُوهُ، وَسَبِّحُوهُ حَتَّى يَنْجَلِيَ: أَيُّهُمَا انْكَسَفَ، ثُمَّ نَزَلَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَّى رَكْعَتَيْنِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা সূর্য গ্রহণের নামায় প্রমাণিত হয়। এই নামায আদায়ের ব্যাপারে ইমামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। পরবর্তী হাদীসে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে।
