মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১১৮
তাশাহহুদের বর্ণনা
১১৮। হযরত আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে খুতবাতুস সালাত | (خطبة الصلوة) অর্থাৎ তাশাহহুদ শিক্ষা দিয়েছেন।
عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الصَّلَاةِ، يَعْنِي: التَّشَهُّدَ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে তাশাহহুদকে খুতবা বলা হয়েছে। এই হাদীসও তাশাহহুদের শিক্ষার উপর গুরুত্ব বহন করে।
