মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১১৫
ফজর নামাযে দু'আয়ে কুনূত পাঠ করা সম্পর্কে
১১৪। হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) (নামাযে) কুনূত পাঠ করেন নি। তবে উসায়্যা ও যাকওয়ান গোত্রের উপর চল্লিশ দিন কুনূতের মাধ্যমে বদ দু'আ করেছেন। অতঃপর মৃত্যু পর্যন্ত তিনি কুনূত পাঠ করেন নি।
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ لَمْ يَقْنُتْ إِلَّا أَرْبَعِينَ يَوْمًا، يَدْعُو عَلَى عُصَيَّةَ وَذَكْوَانَ، ثُمَّ لَمْ يَقْنُتْ إِلَى أَنْ مَاتَ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসের ব্যাখ্যা পূর্ববর্তী হাদীসের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। অনুগ্রহ করে তা দেখা যেতে পারে। এই হাদীসে চল্লিশ দিনের কথা অতিরিক্ত উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো এই যে, চল্লিশ দিন কুনূত পাঠ করা হয়েছে। এরদ্বারা প্রতীয়মান হয় যে, শত্রু দমন ও প্রতিহত করার জন্য হুযূর (সা) চল্লিশ দিন দু'আ কুনূত পাঠ করেন।