মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭১
অপবিত্র ব্যক্তি উযূ না করা পর্যন্ত নিদ্রা যাবে না
৭১। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অপবিত্র অবস্থায় যখন নিদ্রার ইচ্ছা করতেন, তখন নামাযের উযূর মত উযূ করতেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ » إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম শরীফে হযরত আসওয়াদের সূত্রে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত রিওয়ায়েতে কিছু শব্দ অতিরিক্ত রয়েছে। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ (সা) অপবিত্র অবস্থায় যখন পানাহার বা শয়নের ইচ্ছা করতেন, তখন নামাযের ঊযুর মত উযু করতেন। বুখারী শরীফে হযরত উরওয়াহ (রা)-এর সূত্রে হযরত আয়েশা (রা) থেকে এভাবে বর্ণিত আছে যে, হযরত (সা) অপবিত্র অবস্থায় যখন শোয়ার ইচ্ছা করতেন, তখন তিনি ইসতিনজা করতেন এবং নামাযের উযূর মত উযূ করতেন। এখানে ইসতিনজার কথাটি অতিরিক্ত রয়েছে। ছয়টি সহীহ হাদীসের গ্রন্থে বিভিন্নভাবে এ হাদীসটি বর্ণিত আছে।
