মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
মোযার উপর মাসেহ করা
৬৪। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) বলেন, মোযার উপর মাসেহ সম্পর্কে হযরত সাআদ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) এবং আমার পিতা আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর মতপার্থক্য সৃষ্টি হয়। হযরত সাআদ (রাযিঃ) বলেন, আমি মাসেহ করছি কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি এটা পছন্দ করছি না। হযরত সাআদ (রাযিঃ) বলেন, আমরা তখন হযরত উমর (রাযিঃ)-এর খেদমতে উপস্থিত হলাম। তখন তিনি তাঁর পুত্রকে উদ্দেশ্য করে বললেন তোমার চাচা [হযরত সাআদ (রাযিঃ)] সুন্নত সম্পর্কে তোমার চেয়ে অধিক জ্ঞানী।
كتاب الطهارات
عَنْ حَمَّادٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّهُ تَنَازَعَ أَبُوهُ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ سَعْدٌ: " امْسَحْ، وَقَالَ عَبْدُ اللَّهِ: مَا يُعْجِبُنِي، قَالَ سَعْدٌ: فَاجْتَمَعْنَا عِنْدَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَمُّكَ أَفْقَهُ مِنْكَ سُنَّةً

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী ব্যাখ্যা এই হাদীসের জন্য যথেষ্ট।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৬৪ | মুসলিম বাংলা