মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৯
মোযার উপর মাসেহ করা
৫৯। হাম্মাম ইবনে হারিস (রাহঃ) হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেন যে, তিনি উযূ করলেন অতঃপর মোযার উপর মাসেহ করলেন। তখন হযরত হাম্মাম তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। হযরত জারীর (রাযিঃ) বলেন, আমি হুযূর (ﷺ)-কে এরূপ করতে দেখেছি এবং সূরা মায়িদা নাযিল হওয়ার পর আমার সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ হয়েছে। অর্থাৎ তখন আমি মুসলমান হয়েছি।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَرْثِ: أَنَّهُ رَأَى جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ الْبَجَلِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ " تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ، وَإِنَّمَا صَحِبْتُهُ بَعْدَ مَا نَزَلَتِ الْمَائِدَةُ
হাদীসের ব্যাখ্যা:
হযরত জারীর (রা) হযরত রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকালের চল্লিশ দিন পূর্বে ইসলাম গ্রহণ করেছেন।
