মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৮
মোযার উপর মাসেহ করা
৫৮। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমি রাসূল করীম (ﷺ)কে সূরা মায়িদা নাযিল হওয়র পরও মোযার উপর মাসেহ করতে দেখেছি।
عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَني مَنْ سَمِعَ، جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ مَا أُنْزِلَتْ سُورَةُ الْمَائِدَةِ»
হাদীসের ব্যাখ্যা:
ইবনে মাজাহ শরীফে হযরত ইবরাহীম (র) সূত্রে হাদীসে বর্ণিত আছে যে, হযরত জারীর (র) প্রস্রাব করেন এবং উযূ করার পর মোযার উপর মাসেহ করেন। লোকজন অবাক হয়ে তাঁকে এর কারণ জিজ্ঞাসা করল। তিনি বললেন, আমি হুযূর (সা)-কে এরূপ করতে দেখেছি। লোকজনের অবাক হওয়ার কারণ হল এই যে, যারা মোযার উপর মাসেহ করার স্বপক্ষে নন, তাদের মাসেহ সূরা মায়িদা নাযিল হওয়ার পূর্বে ছিল। এরপর শুধু গোসলকারী থাকে। এই সন্দেহ দূরীভূত করার জন্য হযরত জারীর (রা) বলেন, আমি হযরত (সা)-কে সূরা মায়িদা নাযিল হওয়ার পর মোযার উপর মাসেহ করতে দেখেছি। আবূ দাউদ শরীফে বর্ণিত আছে, ما أسلمت إلا بعد نزول المائدة অর্থাৎ তিনি বলেছেন, আমি সূরা মায়িদা নাযিল হওয়ার পর মুসলমান হয়েছি।
