মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৩
উযুতে অঙ্গ-প্রত্যঙ্গ এক-একবার ধৌত করা
৫৩।হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামের মধ্যে ওয়ায়েল রয়েছে পায়ের গোড়ালির জন্য।
عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْعَرَاقِيبِ مِنَ النَّارِ»
হাদীসের ব্যাখ্যা:
জাহান্নামের একটি গহ্বরের নাম ওয়ায়েল। যারা উযূর সময় পায়ের গোড়ালী শুস্ক রাখবে, তাদের জন্য জাহান্নামের উক্ত স্থানে শাস্তির ব্যবস্থা রয়েছে। অধিকন্তু উযূর মধ্যে কোন অঙ্গ শুস্ক রাখা যাবে না। বিশেষভাবে পায়ের গোড়ালি সম্পর্কে এজন্য শাস্তির কথা বলা হয়েছে যে, দ্রুত ও অসাবধানতার কারণে অধিকাংশ সময় পায়ের গোড়ালী শুষ্ক থেকে যায় এবং এ সামান্য অসাবধানতার কারণে সমস্ত উযূ নষ্ট হয়ে যায়। কোন কোন রিওয়ায়েতে পায়ের পাতাও এই শাস্তির অন্তর্ভুক্ত।
