মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২. ইলম অধ্যায়

হাদীস নং: ৪০
ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপের শাস্তি
৪০। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা খোঁজ করে।
عَنْ سَعِيدٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন উলামায়ে কিরাম বলেছেনঃ এই হুঁশিয়ারী যে কোন মিথ্যাকে অন্তর্ভুক্ত করে থাকে। এটা দ্বীনী ও দুনিয়ার যে কোন কার্যকালাপ হতে পারে। কেউ কেউ শুধু দ্বীনি কার্যকলাপের সাথে নির্দিষ্ট করেছেন। কেউ কেউ বলেছেনঃ এই হুঁশিয়ারী বিশেষ এক ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। যখন এক ব্যক্তি হযরত (সা)-এর পক্ষ থেকে মিথ্যার আশ্রয় গ্রহণ করে কোন একটি কওমের নিকট গিয়ে বলল যে, আমাকে তোমাদের মধ্যে ফয়সালা করার জন্য প্রেরণ করা হয়েছে। কিন্তু হযরত আবদুল্লাহ্ ইবনে যুবায়র (রা)-এর বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, এই হাদীস যে কোন মিথ্যাকেই অন্তর্ভুক্ত করে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪০ | মুসলিম বাংলা