মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২. ইলম অধ্যায়
হাদীস নং: ৩৮
ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপের শাস্তি
৩৮। হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। হুযূর (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা খোঁজ করে নেয়। ইমাম আবু হানীফা (রাহঃ) এই হাদীস আবু রুবা শাদ্দাদ ইবনে আব্দুর রহমান থেকে এবং তিনি হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» ، عَنْ أَبِي رُؤْبَةَ: شَدَّادِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে فَلْيَتَبَوَّأْ শব্দটি ١مر বা নির্দেশবাচক। এর বাহ্যিক অর্থ এখানে সঠিক বলে ধরে নেওয়া দুরূহ ব্যাপার। কেননা জাহান্নাম এর ভয়ঙ্কর স্থান যা কামনা করা বা সেখানে স্বয়ং ঠিকানা খোঁজ করা তো দূরের কথা, এর ভয়ে মানুষ অস্থির থাকে। এছাড়া এটা মানুষের ক্ষমতার বাইরে। একমাত্র আল্লাহ্ মানুষকে শাস্তি, পুরস্কার এবং মর্যাদাদানের ক্ষমতা রাখেন।
কেউ কেউ বলেছেনঃ এখানে ١مر (আমর) বদ দু'আর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ হুযর (সা) ইরশাদ করেছেনঃ যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে এরূপ ব্যক্তির ঠিকানা যেন জাহান্নাম হয়। আবার কারো মতে এখানে ١مر (আমর) খবরের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আল্লাহ এরূপ ব্যক্তির স্থান জাহান্নামে তৈরি করেছেন। তাই অন্য বর্ণনায় বলা হয়েছে। অর্থাৎ এরূপ ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে।
অন্য রিওয়ায়েতে বলা হয়েছে, এরূপ ব্যক্তির জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে। তবে হাদীসের এই বাক্যের প্রতি একটু গভীরভাবে চিন্তা করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে যে, এখানে١مر (আমর) বদ দু'আ বা খবরের অর্থে নয়; বরং এর মূল অর্থেই ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে এখানে নবী করীম (সা)-এর উপর মিথ্যা আরোপ করার জন্য কঠোর শান্তি ও হুঁশিয়ারী প্রদান করাই হলো মূল উদ্দেশ্য। তাই এই বাক্যে বিদ্রুপের ভঙ্গিতে বলা হয়েছে যে, ভুল করেও এরূপ জাহান্নামের যে কোন একটি স্থান তার ইচ্ছা অনুযায়ী বাছাই করে নিতে হবে। এখানে যদি সরাসরি বলে দেওয়া হতো এরূপ ব্যক্তির স্থান হবে জাহান্নামে, তা হলে এটা ভবিষ্যতে সংঘটিত কোন একটি ঘটনা প্রকাশ করত। ফলে অর্থ ও উদ্দেশ্যের মধ্যে এত কঠোরতা সৃষ্টি হতো না এবং পাপীর জন্য তেমন লজ্জার সৃষ্টি হতো না।
কেউ কেউ বলেছেনঃ এখানে ١مر (আমর) বদ দু'আর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ হুযর (সা) ইরশাদ করেছেনঃ যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে এরূপ ব্যক্তির ঠিকানা যেন জাহান্নাম হয়। আবার কারো মতে এখানে ١مر (আমর) খবরের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আল্লাহ এরূপ ব্যক্তির স্থান জাহান্নামে তৈরি করেছেন। তাই অন্য বর্ণনায় বলা হয়েছে। অর্থাৎ এরূপ ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে।
অন্য রিওয়ায়েতে বলা হয়েছে, এরূপ ব্যক্তির জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে। তবে হাদীসের এই বাক্যের প্রতি একটু গভীরভাবে চিন্তা করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে যে, এখানে١مر (আমর) বদ দু'আ বা খবরের অর্থে নয়; বরং এর মূল অর্থেই ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে এখানে নবী করীম (সা)-এর উপর মিথ্যা আরোপ করার জন্য কঠোর শান্তি ও হুঁশিয়ারী প্রদান করাই হলো মূল উদ্দেশ্য। তাই এই বাক্যে বিদ্রুপের ভঙ্গিতে বলা হয়েছে যে, ভুল করেও এরূপ জাহান্নামের যে কোন একটি স্থান তার ইচ্ছা অনুযায়ী বাছাই করে নিতে হবে। এখানে যদি সরাসরি বলে দেওয়া হতো এরূপ ব্যক্তির স্থান হবে জাহান্নামে, তা হলে এটা ভবিষ্যতে সংঘটিত কোন একটি ঘটনা প্রকাশ করত। ফলে অর্থ ও উদ্দেশ্যের মধ্যে এত কঠোরতা সৃষ্টি হতো না এবং পাপীর জন্য তেমন লজ্জার সৃষ্টি হতো না।


বর্ণনাকারী: