মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১. ঈমান-আকাঈদ অধ্যায়
হাদীস নং: ২৪
শাফাআতের বর্ণনা
২৪। হযরত হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলে করীম (ﷺ) বলেনঃ আল্লাহ মুমিনদের একটি দলকে জাহান্নাম থেকে বের করবেন যখন তারা জ্বলে কয়লা হয়ে যাবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। অতঃপর তারা আল্লাহর নিকট ফরিয়াদ করবে যাতে তাদের জাহান্নামীর পরিবর্তে জান্নাতী বলে ডাকা হয়। তখন আল্লাহ্ তা'আলা তাদের থেকে এ নাম মিটিয়ে দিবেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «يُخْرِجُ اللَّهُ قَوْمًا مِنَ الْمُوَحِّدِينَ مِنَ النَّارِ بَعْدَ مَا امْتَحَشُوا، وَصَارُوا فَحْمًا، فَيُدْخلُهُمُ اللَّهُ تَعَالَى الْجَنَّةَ، فَيَسْتَغِيثُونَ إِلَى اللَّهِ تَعَالَى مِمَّا يُسَمِّيهِمْ أَهْلُ الْجَنَّةِ جَهَنَّمِيِّينَ، فَيُذْهِبُ اللَّهُ تَعَالَى عَنْهُمْ ذَلِكَ»
হাদীসের ব্যাখ্যা:
বিশৃংখলা সৃষ্টিকারী একটি দল হযরত ইমাম আযম (র)-এর উপর মুরজিয়া হওয়ার অভিযোগ উত্থাপন করেছে। এ হাদীসের দ্বারা তা দূরীভূত করা হয়েছে। কেননা মুরজিয়াদের মত হলো এই যে, ঈমানের পর মুমিনদেরকে কোন গুনাহই ক্ষতি বা অনিষ্ট করতে পারে না। বিনা বাধায় তারা জান্নাতে প্রবেশ করবে। এ হাদীস তাদের এ ভ্রান্ত মতবাদ খন্ডন করে প্রমাণ করেছে যে, গুনাহগার মুমিন জাহান্নামে যাবে। অতঃপর আল্লাহর নির্দেশ ও মেহেরবানীতে হুযূর (সা) শাফা'আত করবেন এবং অনেক গুনাহ্গার উম্মত এর দ্বারা জাহান্নাম থেকে মুক্তিলাভ করবে। এ হাদীস বর্ণনার পর কেউ ইমাম সাহেবকে মুরজিয়া বলে আখ্যায়িত করার সুযোগ পাবে না।


বর্ণনাকারী: