মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১. ঈমান-আকাঈদ অধ্যায়
হাদীস নং: ২২
কাদরিয়া দলের প্রতি তিরস্কার
২২। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাদরিয়া দল (যারা তাকদীরকে মানে না) এ উম্মতের মজূস এবং তারা দাজ্জালের সাথী।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، وَهُمْ شِيعَةُ الدَّجَّالِ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ব্যাখ্যার জন্য পূর্ববর্তী হাদীসের ব্যাখ্যাই যথেষ্ট।
