আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৬৩
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬৩। হারূন ইবন ইসহাক (রাহঃ)... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী করীম (ﷺ) এক সিঙ্গা লাগানেওয়ালাকে ডাকলেন। সে তাঁকে সিঙ্গা লাগাল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হয়? সে বলল, প্রতিদিন তিন সা'। রাসূলুল্লাহ্ (ﷺ) তার আদায়যোগ্য অর্থ এক সা* কমিয়ে দিলেন এবং তার পারিশ্রমিক দিয়ে দিলেন।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا حَجَّامًا فَحَجَمَهُ وَسَأَلَهُ : كَمْ خَرَاجُكَ ؟ فَقَالَ : ثَلاَثَةُ آصُعٍ ، فَوَضَعَ عَنْهُ صَاعًا وَأَعْطَاهُ أَجْرَهُ
