আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৬২
রাসূলুল্লাহ্ -এর সিঙ্গা লাগানোর বিবরণ
৩৬২। হারূন ইবন ইসহাক আল-হামদানী (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী করীম (ﷺ) তাঁর গর্দানের দুই পার্শ্বে এবং কাঁধের দুই পার্শ্বে সিঙ্গা লাগালেন এবং সিঙ্গা লাগানেওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। সিঙ্গা লাগানো যদি হারাম হতো, তবে তিনি এর পারিশ্রমিক দিতেন না।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ ، عَنْ جَابِرٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فِي الأَخْدَعَيْنِ وَبَيْنَ الْكَتِفَيْنِ ، وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ.
