আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৪৪
রাসূলুল্লাহ্ -এর চরিত্র মাধুর্যের বিবরণ
৩৪৪। ইসহাক ইবন মুসা (রাহঃ)... 'আমর ইবনুল আস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সমাজের নিকৃষ্ট ব্যক্তির মন রক্ষার্থেও তার সঙ্গে কথা বলতেন। এমনকি আমার সঙ্গেও তিনি কথা বলতেন এবং আমার মনোযোগ আকর্ষণ করতেন। তাতে আমার মনে হতো, আমি সমাজের একজন ভাল মানুষ । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি ভাল না আবু বাকর (রাযিঃ)? তিনি বললেন,
. আবু বাকর! আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি ভাল না উমর (রাযিঃ)? তিনি বললেন, উমর! আমি আবার জিজ্ঞেস করলাম, আমি ভাল না উসমান (রাযিঃ)? তিনি বললেন, উসমান (রাযিঃ)! আমি যখন বিস্তারিতভাবে রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করলাম, তখন আমাকে সঠিক কথা বলে দিলেন। পরে আমার মনে হলো, আমাকে এরূপ প্রশ্ন কখনো জিজ্ঞেস করা উচিত হয়নি।
. আবু বাকর! আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি ভাল না উমর (রাযিঃ)? তিনি বললেন, উমর! আমি আবার জিজ্ঞেস করলাম, আমি ভাল না উসমান (রাযিঃ)? তিনি বললেন, উসমান (রাযিঃ)! আমি যখন বিস্তারিতভাবে রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করলাম, তখন আমাকে সঠিক কথা বলে দিলেন। পরে আমার মনে হলো, আমাকে এরূপ প্রশ্ন কখনো জিজ্ঞেস করা উচিত হয়নি।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ بِوَجْهِهِ وَحَدِيثِهِ عَلَى أَشَرِّ الْقَوْمِ يَتَأَلَّفُهُمْ بِذَلِكَ فَكَانَ يُقْبِلُ بِوَجْهِهِ وَحَدِيثِهِ عَلَيَّ ، حَتَّى ظَنَنْتُ أَنِّي خَيْرُ الْقَوْمِ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَا خَيْرٌ أَوْ أَبُو بَكْرٍ ؟ قَالَ : أَبُو بَكْرٍ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَا خَيْرٌ أَوْ عُمَرُ ؟ فَقَالَ : عُمَرُ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَا خَيْرٌ أَوْ عُثْمَانُ ؟ قَالَ : عُثْمَانُ ، فَلَمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَدَقَنِي فَلَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ سَأَلْتُهُ.
