আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৪৩
৪৮- রাসূলুল্লাহ্ -এর চরিত্র মাধুর্যের বিবরণ
৩৪৩। 'আব্বাস ইবন মুহাম্মাদ আদ্-দাওরী (রাযিঃ)... খারিজা ইবন যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: একদল লোক যায়দ ইবন ছাবিতের কাছে এলো এবং বলল, রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কে কি বলব? আমি তাঁর সংস্পর্শে ছিলাম। তাঁর উপর যখন ওহী নাযিল হতো, তখন তিনি আমাকে ডেকে পাঠাতেন, আমি তা লিখে রাখতাম। আমরা যখন পার্থিব কোন বিষয়ে আলাপ-আলোচনায় লিপ্ত হতাম, তখন তিনিও আমাদের সঙ্গে যোগ দিতেন। আবার আমরা যখন পরকাল সম্পর্কিত কোন বিষয়ে আলাপ-আলোচনা করতাম, তখনো সে বিষয়ে তিনি আমাদের সঙ্গে যোগ দিতেন। পানাহার সম্পর্কিত কোন বিষয়ে আলাপ-আলোচনা, তাতেও তিনি অংশগ্রহণ করতেন। এই সবই হলো রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কিত ঘটনাবলী ।
بَابُ مَا جَاءَ فِي خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئِ قَالَ : حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنِي أَبُو عُثْمَانَ الْوَلِيدُ بْنُ أَبِي الْوَلِيدِ ، عَنْ سُلَيْمَانَ بْنِ خَارِجَةَ ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ : دَخَلَ نَفَرٌ عَلَى زَيْدِ بْنِ ثَابِتٍ ، فَقَالُوا لَهُ : حَدِّثْنَا أَحَادِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَاذَا أُحَدِّثُكُمْ ؟ كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ بَعَثَ إِلَيَّ فَكَتَبْتُهُ لَهُ ، فَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا ، وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا ، وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا ، فَكُلُّ هَذَا أُحَدِّثُكُمْ عَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৪৩ | মুসলিম বাংলা