আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩২৭
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৭। ইসহাক ইবন মনসুর (রাহঃ)... আনাস ইবন মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কন্যার কবরের পার্শ্বে উপস্থিত হন। তিনি সেখানে বসেন। আমি দেখতে পেলাম, তাঁর চোখ থেকে অশ্রু বেরোচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে আজ রাতে স্ত্রী সহবাসে যায় নি? আবু তালহা (রাযিঃ) বললেন, আমি। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন, তুমি কবরে অবতরণ কর। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নির্দেশে আবু তালহা কবরে অবতরণ করলেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : أَخْبَرَنَا أَبُو عَامِرٍ قَالَ : حَدَّثَنَا فُلَيْحٌ وَهُوَ ابْنُ سُلَيْمَانَ ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : شَهِدْنَا ابْنَةً لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ جَالِسٌ عَلَى الْقَبْرِ فَرَأَيْتُ عَيْيَنْهِ تَدمَعَانِ ، فَقَالَ : أَفِيكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ ؟ قَالَ أَبُو طَلْحَةَ : أَنَا قَالَ : انْزِلْ فَنَزَلَ فِي قَبْرِهَا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩২৭ | মুসলিম বাংলা