আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩২৬
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৬। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উসমান ইবন মাজউন (রাযিঃ) মারা গেলে রাসূলুল্লাহ্ (ﷺ) তার কপালে চুম্বন দিলেন। তিনি কাঁদছিলেন অথবা বলেন, তাঁর চোখ থেকে অশ্রু পড়ছিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ وَهُوَ يَبْكِي أَوْ قَالَ : عَيْنَاهُ تَهْرَاقَانِ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩২৬ | মুসলিম বাংলা