আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩০২
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০২। হান্নাদ (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে শা'বান মাস ব্যতীত আর কোন মাসে এত অধিক রোযা রাখতে দেখিনি। তিনি শা'বান মাসের অধিকাংশ দিনই রোযা রাখতেন। বরং প্রায় সারা মাসই তাঁর রোযায় কাটত।
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ : حَدَّثَنَا أَبُو سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْ صِيَامِهِ لِلَّهِ فِي شَعْبَانَ ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلاً بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩০২ | মুসলিম বাংলা