আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৮৭
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৭। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ)... 'আসিম ইবন যামরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা 'আলী (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর দিনের সালাত (নফল) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তোমরা সেভাবে আদায় করার ক্ষমতা রাখ না। তিনি (রাবী) বলেন, আমরা বললাম, আমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে আদায় করবে। এরপর তিনি বললেন : আসরের সময় সূর্য
যতটা উপরে থাকে তেমন হলে তিনি দুই রাক'আত (ইশরাক সালাত) আদায় করতেন। আবার যুহরের সময় সূর্য যতটা উপরে থাকে (পূর্ব দিকে সূর্য ততটা উপর হলে) তিনি চার রাক'আত (চারে সালাত) আদায় করতেন। যুহরের পূর্বে চার রাক'আত ও পরে দুই রাক'আত এবং আসরের পূর্বে চার রাক'আত আদায় করতেন। প্রতি দুই রাক'আতে কেবল মুকারব ফিরিশতা ও নবীদের প্রতি সালাম প্রেরণ ব্যবধান হতো।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ : سَمِعْتُ عَاصِمَ بْنَ ضَمْرَةَ يَقُولُ : سَأَلْنَا عَلِيًّا ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّهَارِ ، فَقَالَ : إِنَّكُمْ لاَ تُطِيقُونَ ذَلِكَ قَالَ : فَقُلْنَا : مِنْ أَطَاقَ ذَلِكَ مِنَّا صَلَّى ، فَقَالَ : كَانَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ ، وَإِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا ، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ ، وَقَبْلَ الْعَصْرِ أَرْبَعًا ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلاَئِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৮৭ | মুসলিম বাংলা