আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৮৬
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৬।আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খাল্ফ (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন শাকীক (রাহঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-এর কাছে নবী (ﷺ) -এর সালাত (নফল) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি (নবী (ﷺ) ) যুহরের পূর্বে দুই রাক'আত এবং পরে দুই রাক'আত, মাগরিবের পরে দুই রাক'আত, ঈশার পরে দুই রাক'আত এবং ফজরের পূর্বে দুই রাক'আত সালাত আদায় করতেন।
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ : سَأَلتُ عَائِشَةَ ، عَنْ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ : كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ ، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ ، وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ ، وَقَبْلَ الْفَجْرِ ثِنْتَيْنِ.
