আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৫৮
রাসূলুল্লাহ্ -এর নিদ্রার বৈশিষ্ট্য
২৫৮।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)....... ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) নিদ্ৰায় নাক ডাকতে থাকেন। আর নিদ্রাবস্থায় নাক ডাকা ছিল তাঁর অভ্যাস। বিলাল (রাযিঃ) এসে তাঁকে সালাতের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান। তারপর তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন। কিন্তু উযূ করলেন না । এ হাদীসের সাথে সম্পৃক্ত একটি কাহিনী রয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيلٍ ، عَنْ كُرَيْبٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَامَ حَتَّى نَفَخَ ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ فَأَتَاهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৫৮ | মুসলিম বাংলা