আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৫৭
রাসূলুল্লাহ্ -এর নিদ্রার বৈশিষ্ট্য
২৫৭।কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন শোয়ার জন্যে বিছানায় যেতেন তখন দু'আ করার ন্যায় দুই হাত মিলিয়ে সূরা ইখলাস ও মুয়াববিযাতায়ন পাঠ করতঃ ফুঁ দিতেন এবং আপাদ মস্তকে তিনবার হাত বুলিয়ে নিতেন। তারপর মুখমণ্ডল ও শরীরের সামনের অংশও অনুরূপ বুলাতেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ ، عَنْ عُقَيْلٍ ، أُرَاهُ عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ فَنَفَثَ فِيهِمَا ، وَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ مَسَحَ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ ، يَبْدَأُ بِهِمَا رَأْسَهُ وَوَجْهَهُ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَصْنَعُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৫৭ | মুসলিম বাংলা