আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৪০
রাসূলুল্লাহ ﷺ এর বাচনভঙ্গির বিবরণ
২৪০। 'আব্দ ইবন হুমায়দ (রাহঃ)..... হাসান (রাহঃ) সূত্রে বর্ণিত যে, একবার এক বৃদ্ধা মহিলা নবী (ﷺ) -এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কাছে দু'আ করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি (আমি জান্নাতি হতে পারি)। তিনি বললেন, ওহে! কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। তিনি (রাবী) বলেন, (এতদশ্রবণে) সে কাঁদতে কাঁদতে চলে গেল। তিনি নবী বললেনঃ তাকে এই মর্মে খবর দাও যে, তুমি বৃদ্ধাবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। কেননা আল্লাহ্ ইরশাদ করেন, إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عُرُبًا أَتْرَابًا 'আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। আর তাদের করেছি কুমারী।' (৫৬ঃ৩৫-৩৬)
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ : حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ قَالَ : حَدَّثَنَا الْمُبَارِكُ بْنُ فَضَالَةَ ، عَنِ الْحَسَنِ قَالَ : أَتَتْ عَجُوزٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يُدْخِلَنِي الْجَنَّةَ ، فَقَالَ : يَا أُمَّ فُلاَنٍ ، إِنَّ الْجَنَّةَ لاَ تَدْخُلُهَا عَجُوزٌ قَالَ : فَوَلَّتْ تَبْكِي فَقَالَ : أَخْبِرُوهَا أَنَّهَا لاَ تَدْخُلُهَا وَهِيَ عَجُوزٌ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : { إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عُرُبًا أَتْرَابًا } [الواقعة : ].
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৪০ | মুসলিম বাংলা