আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২০৩
রাসূলুল্লাহ্-এর ফলের বিবরণ
২০৩।আলী ইবন হুজুর (রাযিঃ)... রুবাঈ বিনত মু'আওয়িয ইবন 'আফরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ)-এর খিদমতে এক ঝুড়ি তাজা খেজুর এবং কয়েকটি কচি শসা পেশ করলাম। এরপর তিনি আমাকে মুষ্ঠি ভরে অলংকার অথবা বলেন, স্বর্ণ উপহার দেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ، قَالَتْ : أَتيتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ وَأَجْرٍ زُغْبٍ ، فَأَعْطَانِي مِلْءَ كَفِّهِ حُلِيًّا أَوْ قَالَتْ : ذَهَبًا.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২০৩ | মুসলিম বাংলা