আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২০৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্-এর ফলের বিবরণ
২০৩।আলী ইবন হুজুর (রাযিঃ)... রুবাঈ বিনত মু'আওয়িয ইবন 'আফরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ)-এর খিদমতে এক ঝুড়ি তাজা খেজুর এবং কয়েকটি কচি শসা পেশ করলাম। এরপর তিনি আমাকে মুষ্ঠি ভরে অলংকার অথবা বলেন, স্বর্ণ উপহার দেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ، قَالَتْ : أَتيتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ وَأَجْرٍ زُغْبٍ ، فَأَعْطَانِي مِلْءَ كَفِّهِ حُلِيًّا أَوْ قَالَتْ : ذَهَبًا.