আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২০২
রাসূলুল্লাহ্-এর ফলের বিবরণ
২০২।মুহাম্মাদ ইবন হুমায়দ রাযী (রাহঃ)... রুবা'ঈ বিনত মু'আওয়িয ইবন 'আফরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মু'আয ইবন 'আফরা এক ঝুড়ি খেজুর এবং ছোট ছোট কয়েকটি কচি শসা নিয়ে আমাকে নবী (ﷺ)-এর খিদমতে পাঠান। নবী (ﷺ) শসা খুবই পসন্দ করতেন। এরপর আমি তা নিয়ে তাঁর খিদমতে এলাম। তখন তাঁর সামনে বাহরাইন হতে প্রাপ্ত কিছু অলংকার ছিল। এরপর তিনি তা থেকে আমাকে এক মুষ্ঠি দান করলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُخْتَارِ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ، قَالَتْ : بَعَثَنِي مُعَاذُ بْنُ عَفْرَاءَ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ وَعَلَيْهِ أَجْرٌ مِنْ قِثَّاءِ زُغْبٍ ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْقِثَّاءَ ، فَأَتَيْتُهُ بِهِ وَعِنْدَهُ حِلْيَةٌ قَدْ قَدِمَتْ عَلَيْهِ مِنَ الْبَحْرَيْنِ ، فَمَلَأَ يَدَهُ مِنْهَا فَأَعْطَانِيهِ.
