আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮৮
২৮- আহারের পূর্বে ও পরে রাসূলুল্লাহ এর দুআ
১৮৮।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আবু আয়ূব আনসারী (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ছিলাম। সে সময় তাঁর কাছে খাবার পরিবেশন করা হলো। আমরা খাবার গ্রহণের প্রথমদিকে যেরূপ বরকত অনুভব করলাম তার চেয়ে অধিক বরকত আর কখনো দেখিনি এবং শেষদিকে তার চেয়ে বরকতশূন্য খাবারও আমি দেখিনি। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এর হেতু কি? তিনি বললেনঃ আমরা যখন খাবার গ্রহণ করি তখন আল্লাহর নাম (বিসমিল্লাহির রহমানির রহীম) উচ্চারণ করেছিলাম। তারপর আমাদের সাথে এমন একজন লোক খেতে বসল যে আল্লাহর নাম উচ্চারণ করেনি। ফলে শয়তান তার সাথে খানায় শরীক হয়েছে।
بَابُ مَا جَاءَ فِي قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الطَّعَامِ وَبَعْدَمَا يَفْرُغُ مِنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ رَاشِدِ بْنِ جَنْدَلٍ الْيَافِعِيِّ ، عَنْ حَبِيبِ بْنِ أَوْسٍ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ : كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا ، فَقَرَّبَ طَعَامًا ، فَلَمْ أَرَ طَعَامًا كَانَ أَعْظَمَ بَرَكَةً مِنْهُ ، أَوَّلَ مَا أَكَلْنَا ، وَلاَ أَقَلَّ بَرَكَةً فِي آخِرِهِ ، فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ هَذَا ؟ قَالَ : إِنَّا ذَكَرْنَا اسْمَ اللَّهِ حِينَ أَكَلْنَا ، ثُمَّ قَعَدَ مَنْ أَكَلَ وَلَمْ يُسَمِّ اللَّهَ تَعَالَى فَأَكَلَ مَعَهُ الشَّيْطَانُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৮৮ | মুসলিম বাংলা