আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮৬
আহার গ্রহণকালে রাসূলুল্লাহ্ -এর ওযূর বিবরণ
১৮৬।সাঈদ ইবন 'আব্দুর রহমান মাখযূমী (র.).... ইবন 'আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কাযায়ে হাজত সেরে বাইরে এলেন। এরপর খাবার পরিবেশন করা হলো। তখন তাঁকে বলা হলো, আপনি কি ওযূ করবেন না? তিনি বললেন : আমি কি এখন সালাত আদায় করব যে, উযূ করে নেব?
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْغَائِطِ فَأُتِيَ بِطَعَامٍ ، فَقِيلَ لَهُ : أَلاَ تَتَوَضَّأُ ؟ فَقَالَ : أَأُصَلِّي فَأَتَوَضَّأُ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৮৬ | মুসলিম বাংলা