আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৮০।ইবন আবু 'উমর (রাহঃ)... জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) এক আনসারী মহিলার ঘরে তাশরীফ নিলেন। আমি তখন তাঁর সাথে ছিলাম। তখন ঐ মহিলাটি তাঁর জন্য একটি বকরী যবেহ করলেন। তিনি তা থেকে কিছু গোশত আহার করেন। এরপর মহিলাটি তাঁর খিদমতে এক টুকরী তাজা খেজুর পেশ করলো। তিনি তা থেকেও কিছু খেয়ে নিলেন। এরপর তিনি ওযু করে যোহরের সালাত আদায় করলেন। তারপর তিনি ঐ মহিলাটির নিকট ফিরে এলেন। মহিলাটি উদ্বৃত্ত গোশতের কিছু অংশ তাঁর সামনে পরিবেশন করলো। তিনি তা খেয়ে নিলেন। এরপর ওযূ না করেই আসরের সালাত আদায় করলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، أَنَّهُ سمعَ جَابِرًا ، قَالَ سُفْيَانُ : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ، عَنْ جَابِرٍ قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ فَدَخَلَ عَلَى امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ ، فذَبَحَتْ لَهُ شَاةً فَأَكَلَ مِنْهَا ، وَأَتَتْهُ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ ، فَأَكَلَ مِنْهُ ، ثُمَّ تَوَضَّأَ لِلظُّهْرِ وَصَلَّى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ انْصَرَفَ ، فَأَتَتْهُ بِعُلاَلَةٍ مِنْ عُلاَلَةِ الشَّاةِ ، فَأَكَلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ.