আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৭৮
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৭৮। হুসায়ন ইবন মুহাম্মাদ বসরী (রাহঃ)... 'উবায়দুল্লাহ ইবন 'আলী তাঁর পিতামহী সূত্রে বর্ণিত আছে যে, একবার হাসান ইবন আলী, ইবন 'আব্বাস ও ইবন জাফর (রাযিঃ) তাঁর নিকট এসে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে খাবার পসন্দ করতেন এবং আনন্দ পেতেন সে রকম এক প্রকার খাদ্য আমাদের জন্য তৈরী করুন। তিনি বললেন, ওহে সোনামণিরা! আজ তা তোমাদের খেতে আগ্রহ হবে না। তাঁদের একজন বললেন, হ্যাঁ, তা খেতে আমাদের যথেষ্ট আগ্রহ আছে। আপনি আমাদের জন্য তা তৈরী করুন। তিনি (রাবী) বলেন, তখন আমার দাদী উঠে দাঁড়ালেন এবং কিছু যব পিষলেন। তারপর ডেগে পাকালেন এবং তাতে যায়তুন তৈল দিলেন। তারপর গোল মরিচ ও মসলাসমূহ দিয়ে তাঁদের বললেনঃ নবী যেসব খাবার পসন্দ করতেন এবং আনন্দ পেতেন, তার মধ্যে এক প্রকার খাদ্য হচ্ছে এ-ই।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنِي فَائِدٌ ، مَوْلَى عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ ، عَنْ جَدَّتِهِ سَلْمَى ، أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ ، وَابْنَ عَبَّاسٍ ، وَابْنَ جَعْفَرٍ أَتَوْهَا فَقَالُوا لَهَا : اصْنَعِي لَنَا طَعَامًا مِمَّا كَانَ يُعْجِبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُحْسِنُ أَكْلَهُ . فَقَالَتْ : يَا بُنَيَّ لاَ تَشْتَهِيهِ الْيَوْمَ قَالَ : بَلَى اصْنَعِيهِ لَنَا . قَالَ : فَقَامَتْ فَأَخَذَتْ مِنْ شَعِيرٍ فَطَحَنَتْهُ ، ثُمَّ جَعَلَتْهُ فِي قِدْرٍ ، وَصَبَّتْ عَلَيْهِ شَيْئًا مِنْ زَيْتٍ وَدَقَّتِ الْفُلْفُلَ وَالتَّوَابِلَ فَقَرَّبَتْهُ إِلَيْهِمْ ، فَقَالَتْ : هَذَا مِمَّا كَانَ يُعْجِبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُحْسِنُ أَكْلَهُ.
