আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৭৩
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৭৩।আবু কুরায়ব (রাহঃ)... উম্মে হানী (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার নবী (ﷺ) ঘরে তাশরীফ এনে জিজ্ঞেস করলেন, তোমার নিকট খাবার কিছু আছে কি? আমি বললাম, না। আমার নিকট শুকনা রুটি এবং সিরকা ব্যতীত কোন খাবার নেই। তিনি বললেন, নিয়ে এসো। তখন তিনি বলেনঃ যে ঘরে সিরকা আছে সে ঘর সালনশন্য নয়।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ قَالَ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، عَنْ ثَابِتٍ أَبِي حَمْزَةَ الثُّمَالِيِّ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ أُمِّ هَانِئِ ، قَالَتْ : دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَعِنْدَكِ شَيْءٌ ؟ فَقُلْتُ : لاَ إِلَّا خُبْزٌ يَابِسٌ وَخَلٌّ ، فَقَالَ : هَاتِي ، مَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدْمٍ فِيهِ خَلٌّ.


বর্ণনাকারী: