আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৫৯
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৯।আবু দাউদ সুলায়মান ইবন মা’বাদ মারূযী সিন্জী (রাহঃ)... যায়দ ইবন আসলাম (রাহঃ)-এর পিতা নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণিত। এই সনদে তিনি আব্দুর রাযযাক (রাহঃ)... উমর (রাযিঃ) হতে’ কথাটি উল্লেখ করেননি।
حَدَّثَنَا السِّنْجِيُّ وَهُوَ أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ السِّنْجِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ.


বর্ণনাকারী: