আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৫৮
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৮।ইয়াহ্ইয়া ইবন মুসা (রাহঃ)... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা যায়তুন তৈল খাও এবং তা মালিশ কর। কেননা তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন হয়েছে।
আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ হাদীসের সনদে উল্লিখিত আব্দুর রাযযাক থেকে ‘ইযতিরাব’ পাওয়া যায়। কারণ কখনো তিনি এ হাদীসখানা ’মুত্তাসিল’ সনদে আবার কখনো ’মুরসাল’ সনদে বর্ণনা করেছেন।
আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ হাদীসের সনদে উল্লিখিত আব্দুর রাযযাক থেকে ‘ইযতিরাব’ পাওয়া যায়। কারণ কখনো তিনি এ হাদীসখানা ’মুত্তাসিল’ সনদে আবার কখনো ’মুরসাল’ সনদে বর্ণনা করেছেন।
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا مَعْمَرٌ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ ؛ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ.
قَالَ أَبُو عِيسَى : وَ عَبْدُ الرَّزَّاقِ كَانَ يَضْطَرِبُ فِي هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا أَسْنَدَهُ ، وَرُبَّمَا أَرْسَلَهُ.
قَالَ أَبُو عِيسَى : وَ عَبْدُ الرَّزَّاقِ كَانَ يَضْطَرِبُ فِي هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا أَسْنَدَهُ ، وَرُبَّمَا أَرْسَلَهُ.
