আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৮
আন্তর্জাতিক নং: ১০৯
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৮-১০৯।মুহাম্মাদ ইবন শুজা’ বাগদাদী (রাহঃ)... ইবন সীরীন (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার তরবারীটি সামুরা ইবন জুনদুবের তরবারীর ন্যায় তৈরী করেছি। সামুরা (রাযিঃ) বলতেন যে, তিনি তাঁর তরবারীটি রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর ন্যায় তৈরী করেছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীটি বানূ হানীফ গোত্রের তরবারীর ন্যায় ছিল।
উকবা ইবন মুকারম বসরী (রাহঃ)... উসমান ইবন সা’দ (রাযিঃ) হতে পূর্বোক্ত হাদীসটির সনদে অনুরূপ বর্ণিত।
উকবা ইবন মুকারম বসরী (রাহঃ)... উসমান ইবন সা’দ (রাযিঃ) হতে পূর্বোক্ত হাদীসটির সনদে অনুরূপ বর্ণিত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ : صَنَعْتُ سَيْفِي عَلَى سَيْفِ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ، وَزَعَمَ سَمُرَةُ أَنَّهُ صَنَعَ سَيْفَهُ عَلَى سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ حَنَفِيًّا.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، بِهَذَا الإِسْنَادِ نَحْوِهِ.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، بِهَذَا الإِسْنَادِ نَحْوِهِ.
