আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৮
আন্তর্জাতিক নং: ১০৯
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৮-১০৯।মুহাম্মাদ ইবন শুজা’ বাগদাদী (রাহঃ)... ইবন সীরীন (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার তরবারীটি সামুরা ইবন জুনদুবের তরবারীর ন্যায় তৈরী করেছি। সামুরা (রাযিঃ) বলতেন যে, তিনি তাঁর তরবারীটি রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর ন্যায় তৈরী করেছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীটি বানূ হানীফ গোত্রের তরবারীর ন্যায় ছিল।

উকবা ইবন মুকারম বসরী (রাহঃ)... উসমান ইবন সা’দ (রাযিঃ) হতে পূর্বোক্ত হাদীসটির সনদে অনুরূপ বর্ণিত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ : صَنَعْتُ سَيْفِي عَلَى سَيْفِ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ، وَزَعَمَ سَمُرَةُ أَنَّهُ صَنَعَ سَيْفَهُ عَلَى سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ حَنَفِيًّا.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، بِهَذَا الإِسْنَادِ نَحْوِهِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১০৮ | মুসলিম বাংলা