আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৭
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৭।আবু জা’ফর মুহাম্মাদ ইবন সুদরান বসরী (রাহঃ)... হুদ যিনি ’আব্দুল্লাহ ইবন সাঈদের পুত্র তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন ফতহে মক্কার দিন মক্কা শরীফে প্রবেশ করেন তখন তাঁর হাত মুবারকে বাটে স্বর্ণ-রৌপ্য খচিত তরবারী শোভা পাচ্ছিল । সনদে বর্ণিত রাবী তালিব (রাহঃ) বলেন, আমি আমার শায়খের নিকট জিজ্ঞাসা করলাম, রৌপ্য কোন্ অংশে ছিল? তিনি বললেন, তরবারীর বাটের অগ্রভাগে।
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صُدْرَانَ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا طَالِبُ بْنُ حُجَيْرٍ ، عَنْ هُودٍ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ، عَنْ جَدِّهِ -مَزْبُدة- قَالَ : دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ.
قَالَ طَالِبٌ : فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ فَقَالَ : كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةً.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১০৭ | মুসলিম বাংলা